মাটিরাঙ্গায় বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার


মাত্র ২ দিনের ব্যাবধানে আবারো অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে জোনের বিজিবি আওতাধীন তাইন্দং ফেনীছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পশ্চিম আসালং কবরস্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যামিনীপাড়া জোন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৪টার দিকে ফেনীছড়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পশ্চিম আসালং কবরস্থান থেকে মালিক বিহীন দুটি ভারতীয় পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়।
দেশের সীমান্ত রক্ষা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি অবগত নয়। তবে গতকাল ১৬ মে দুপুরের দিকে দুটি বিদেশি পিস্তল ২ রাউন্ড অ্যামুনিশন সহ যামিনীপাড়া ব্যাটালিয়ন কর্তৃক মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।