মাটিরাঙ্গায় ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
টানা বর্ষণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভেঙ্গে গেছে ধলিয়া খালের উপর নির্মীত মোহাম্মদপুর-বর্জলা কঠের ব্রিজ।
বৃহস্পতিবার দুপুরের দিকে খড়স্রোতে পাড় ধসে ব্রিজের দক্ষিণ প্রান্তের দুটি খুটি ও পাড় নদী গর্ভে বিলিন হয়ে যায়। এতে মাটিরাঙ্গার পৌর সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৬টি গ্রামের। ফলে চরম দুর্ভোগে পড়ে হাজারো মানুষ।
শুক্রবার খালের পানি কিছুটা কমলে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ করে সাময়িক চলা চলের ব্যবস্থা করা হয়। স্কুল ও মদ্রাসা পড়ুয়া ছোট ছোট শিক্ষার্থী এবং বয়স্ক লোক লোকজন এ সেতু দিয়ে চলা চলের জন্য চবম ঝুঁকিপূর্ণ। তাড়াও অসুস্থ ও গর্ভবতীদের চলাচলের জন্য অনুপযোগী।
স্থানীয় সবুর মিয়া জনান, স্কুল-কলেজ, হাটবাজার, হাসপাতাল সব খালের ওপারে। ব্রিজ ভাঙ্গার কারণে মোহাম্মদপুর সহ ৬ গ্রামের হাজারো মানুষ সদর থেকে বিচ্ছন্ন হয়ে আছে। জন দুর্ভোগের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে ব্রিজ নির্মাণে সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান।
স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান খোকন ঘটনাস্থ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।