মা‌টিরাঙ্গায় ভূমিদস্যু হাতকাটা জামালের বিচারের দা‌বি‌তে মানববন্ধন

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জামাল উ‌দ্দিন প্রকাশ হাতকাটা জামালকে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভূমিদস্যু অখ‌্যা‌া দি‌য়ে তার অপকর্মের বিচারের দা‌বি‌তে মানববন্ধন ক‌রেছেন বীর মু‌ক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী।

বৃহস্প‌তিবার ১৯ সে‌প্টেম্বর সকা‌লের দি‌কে উপ‌জেলার বেলছ‌ড়ির আমবাগান এলাকায় মানববন্ধ‌নে বক্তব‌্য রা‌খেন বীর মু‌ক্তি‌যোদ্ধা, মো. সো‌লেমান,বীর মু‌ক্তি‌যোদ্ধা মোফাজ্জল, মু‌ক্তিযোদ্ধা সন্তান নুর নবী, স্থানীয় ইউ‌পি মেম্বার আ‌মির হো‌সেন, খেদাছড়া বাজার চৌধুরী কামাল হো‌সেন, স্থানীয় ক্ষ‌তিগ্রস্ত মিজানুর রহমান, আব্দুর সাত্তার, আব্দুল মান্নান, রুহুল আ‌মিন, ফের‌দৌস আক্তার ও কুলসুমা বেগম প্রমুখ।

আওয়ামী ফ‌্যা‌সিবাদী ক্ষমতার প্রভাব খা‌টি‌য়ে এলাকার সাধারণ মানু‌ষের উপর নির্যাত‌নের বর্ণনা দি‌য়ে মানববন্ধ‌নে স্থানীয় বক্তারা ব‌লেন, শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি ব্যাবহার করে দলীয় প্রভাব খা‌টি‌য়ে সাধারণ মানুষের জায়গা জমি দখল করা, মিথ‌্যা মামলা‌ দি‌য়ে হয়রা‌নি করা হ‌য়ে‌ছে। আওয়ামীলীগের খোলস পরে, কখনো মুক্তিযোদ্ধা সেজে দীর্ঘ ১৭ বছর ধ‌রে এলাকায় ত্রাসের রাজত্ব কা‌য়েম ক‌রে‌ছেন ব‌লে অ‌ভিযোগ ক‌রে‌ছে বক্তারা।

এ‌দি‌কে জামাাল উ‌দ্দিনকে ভুয়া মু‌ক্তিযোদ্ধা উ‌ল্লেখ ক‌রে বক্তারা আ‌রো ব‌লেন, এলাকার সবাই জা‌নে তার নাম জামাল উ‌দ্দিন প্রকাশ জামাল কন্ট্রাকটর পিতা ফ‌য়েজ উ‌দ্দিন। গুচ্চগ্রা‌মের রেশন কার্ড, মাস্টার‌রোল ও বি‌য়ের কা‌মি‌নে একই নাম র‌য়ে‌ছে। অ‌যোদ্ধা গুচ্ছগ্রামে তার না‌মে বরাদ্ধকৃত ১০৬ নং রেশন কার্ডটি তদন্ত তদন্ত কর‌লে সত‌্যতা পাওয়া যা‌বে।

অথচ বরিশাল জেলার আগৈলঝড়ার কুকাত আলী গোমস্তার ছে‌লে আব্দুর রহমান গোমস্তার সাময়িক সনদ পত্র জাল ক‌রে আব্দুর রহমান জামাল ব‌্যাবহার ক‌রে মু‌ক্তি‌যোদ্ধা ভাতা উ‌ত্তোলন ক‌রেন তি‌নি। এছাড়াও ২০০৫ সালের মুক্তিযোদ্ধা গেজেটে তাহার কোন প্রকার নাম অর্ন্তভূক্ত নেই বলে অ‌ভি‌যোগ ক‌রেন বক্তারা।

সম্প্রতি সম‌য়ে নতুন প্রতারণার আশ্রয় নি‌চ্ছে উ‌ল্লেখ ক‌রে বক্তারা ব‌লেন, গেল ৫ আগস্ট বিকালেও তি‌নি বৈষম‌্য বি‌রো‌ধী আ‌ন্দোলনরত ছাত্রদের প্রকাশ‌্য আপ‌ত্তিকর ভাষায় গা‌লি গালাজ ক‌রে‌ছে। এলাকার অ‌নেকেই তার স্বাক্ষী আ‌ছে। অথচ ছাত্র জনতার অভ‌্যুথা‌নে শেখ হা‌সিনা পা‌লি‌য়ে যাওয়ার পর তি‌নি নতুন সু‌রে বল‌ছেন আ‌ন্দোল‌নে গি‌য়ে আহত হ‌য়ে‌ছে। যা মিথ‌্যা ভি‌ত্তিহীন বা‌নোয়াট বলে দা‌বি করে সুষ্ঠ তদন্ত সা‌পেক্ষ দৃষ্টান্তমূলক দা‌বি ক‌রে‌ছেন স্থানীয়রা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন