মাটিরাঙ্গায় মেডিকেল ক্যাম্পেইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন), ঔষুধ প্রদান এবং ত্রান ও শিক্ষা সামগ্রী অনুদান প্রদান প্রদান করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আওতাধিন এলাকায় যামিনীপাড়া জোন কমান্ডার লে: কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, অনুদানমূলক কর্মকান্ড পরিচালনা করেন ।
অনুদানের মধ্যে রয়েছে, আবেদনের প্রেক্ষিতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মান সামগ্রী (ঢেউটিন), শিক্ষা সহায়ক সামগ্রী অনুদান এবং জোনের আওতাধিন মুসলিমপাড়া, পংপাড়া ও পোড়াবাড়ী এলাকায় বসবাসরত ৬১০ জন পাহাড়ী-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।।

যামিনীপাড়া জোন কমান্ডার জানান, দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকায় আর্তমানবতার সেবা ও সস্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কাজ করছে বিজিবি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।