মাটিরাঙ্গায় শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষ্যে খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।   উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো. আসগর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, প্রাথমিক শিক্ষা অ‌ফিসার ‌মো. আশ্রাফুল আলম সিরা‌জি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।   মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভাষা আন্দোলনের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান চিরস্মরণীয়। তরুণ প্রজন্মকে ভাষা শহীদদের ত্যাগ ও আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি। এ সময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন