মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের চাকা ব্লাস্ট হয়ে নিহত ২, আহত ৭

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৪-২৫১৯) চাকা ব্লাস্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৭ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দীঘিনালা কলাখালী মুসলিমপাড়া এলাকার মৃত : আব্দুল করিমের ছেলে আবদুর রাজ্জাক (৭২) ও চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা (৩২)। নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান? চট্টগ্রামের উদ্দেশ্যে দীঘিনালা থেকে শান্তি পরিবহন উঠে। গাড়িটি আলুটিলা পাহাড় নামার সময় চাকা ব্লাস্ট হয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুতর আহত ৭ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ,আনসার , ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধারকাজে অংশগ্রহণ করে।

মাটিরাঙ্গা সার্কেলে সহকারী পুলিশ সুপার কাজি ওয়াজেদ আলম খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, শা‌ন্তি প‌রিবহন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন