মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদউপহার বিতরণ

fec-image

মাটিরাঙ্গায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন।

৫ জুন বৃহস্পতিবার সকালে জোন সদরে আওতা‌ধীন এলাকার ৫০টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, চালসহ অন্যান্য খাদ্যসামগ্রি ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়। একই সাথে জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিকভাবে অস্বচ্ছল ২টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা এবং মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কার্যক্রমের মাধ্যমে আমরা শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চাই। মানবিক সহায়তার এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক (জেডএসও) মেজর মো. মাসুদ খান সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।
ঈদ উপহার সামগ্রি পে‌য়ে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ ক‌রেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন