মাটিরাঙ্গায় স্কুলে চুরি, থানায় জিডি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গোমতি ভবানী চরণ রোয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এসময় একটি এলইডি টিভি, দুইটি সোলার ব্যাটারি, দুইটি সাউন্ডবক্স, একটি আইপিএস, একটি পাম্পমোটর চুরি হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।
স্কুলের নৈশ প্রহরী সুমন জানান, রাত দেড়টার দিকে স্কুলের চারদিক দেখে পাশের টিনসেট ঘরে ঘুমিয়ে পড়ি। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখি স্কুল ভবনের সিড়ি রুমের জানালার গ্রিল কাটা। এমন দৃশ্য দেখার পর সাথে সাথে প্রধান শিক্ষককে মোবাইল ফোনে কল দিই। তবে সংযোগ না পেয়ে বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানায়।
এদিকে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরণ পূর্বক নির্দেশনা মোতাবেক বাদী হয়ে রাতে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়রি করেছেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী।
মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার আসরাফুল আলম সিরাজী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যালের প্রধান শিক্ষককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফ জানান, তারা থানায় এসেছে দেখেছি। ব্যস্ততার জন্য খোঁজ নিতে পারি নাই। ডিউটি অফিসারের সাথে কথা বলে জিডি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।