মা‌টিরাঙ্গায় স্বাধীনতা সোপানে ফুল দি‌য়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

fec-image

স্বাধীনতা সংগ্রা‌মে বীর শহীদদের আত্মার প্রতি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৪তম মহান বিজয় দিবস উদযাপনের শুভ সূচনা করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সাথে নিয়ে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।

একই সময়ে সহকারী পুলিশ সুপার (মা‌টিরাঙ্গা সা‌র্কেল) আবু জাফর মোহাম্মদ সা‌লেহ, মাটিরাঙ্গা থানার ওসি মো. তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা প্রেসক্লাব, মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালী সহকারে স্বাধীনতা সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর, মাটিরাঙ্গা কাঠ ব্যাবসায়ী সমিতি, মাটিরাঙ্গা দুর্নীতি দমন কমিশন, মাটিরাঙ্গা পৌরসভা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।

পরে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য স্বাধীনতা সোপান সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

প্রসঙ্গত, পরাধীনতার শৃঙ্খল থেকে জাতি মুক্তি লাভ করেছিল মহান বিজয়ের এই দিনে। বাঙ্গালি জাতির জন্য এক স্মৃতিবিজড়িত দিন ১৬ ডিসেম্বর। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন