মাটিরাঙ্গায় ২৩ বিজিবির বিভিন্ন অনুদান প্রদান
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করেছে যামিনীপাড়া জোন ২৩ বিজিবি।
সোমবার (১৪ অক্টোবর) সকালের দিকে জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির পিএসসি, জোনের আওতাধীন এলাকায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী প্রদান করেন।
অনুদানের মধ্যে বাড়ি নির্মাণ সামগ্রী, পুজামণ্ডপ, মন্দির ও অসুস্থ ব্যাক্তিকে আর্থিক অনুদান, যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন এবং মাদ্রাসায় খাদ্য সামগ্রী (চাল) রয়েছে। সর্বমোট ১২৬৮ জন পাহাড়ি-বাঙালি সুবিধাভোগীরর মাঝে ১ এক লাখ ৭৩ হাজার ৭শত টাকা অনুদান প্রদান করা হয়।
অনুদান পেয়ে সুবিধাভোগীরা জোনের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।