মা‌টিরাঙ্গায় ২ ইটভাটা‌কে জ‌রিমানা

fec-image

নিয়ম বহির্ভূত ইটভাটা পরিচালনা করায় খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় দুইটি ইটভাটাকে জরিমানা করা হ‌য়ে‌ছে।

সোমবার (২৩ ডি‌সেম্বর) বিকা‌লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলমের ভ্রাম‌্যমাণ আদলত এ জ‌রিমানা ক‌রেন।

প‌রি‌বেশ আইন লঙ্ঘন ক‌রে নিয়ম বর্হিভূত ইটভাটা পরিচালনা ও জ্বালানি কাঠ ব্যবহার, ইট প্রস্তত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করায় ১৪ ধারা অনুযায়ী A-55 ব্রিক ADM ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ক‌রে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, প‌নি‌বে‌শ আইন লঙ্ঘন ক‌রে ভাটা চাল‌নোর দা‌য়ে ২ ইটভাট‌কে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। প‌রি‌বে‌শের ভারসাম‌্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আগামী‌তেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন