মাটিরাঙ্গায় ৪ লক্ষ টাকার বিদেশি সিগারেট জব্দ

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২ হাজার ২৩০ প্যাকেট অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১৯ মার্চ) দুপুরের দিকে গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জো‌নের সেনাবাহিনীর সদস্যরা অভিযান প‌রিচালনা ক‌রে এসব সিগারেট আটক করে।

সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে মোটরসাইকেল যো‌গে ভারতীয় সিগারেট পাচার হওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোষ্টে অবস্থান নিলে পাচারকারীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।

বস্তাগুলো খুলে সেনাবাহিনী ২২৩ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করে। এর মধ্যে ১৪৬ কার্টুন ছিল ‘ওরিস’ ব্র্যান্ডের এবং ৭৭ কার্টুন ছিল ‘প্রেট্রন’ ব্র্যান্ডের। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. কৌশিক জাহান জানান, ‘অবৈধ চোরাচালান রোধে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার প্রক্রিয়া চলছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন