মা‌টিরাঙ্গায় ৮ ব্যবসায়ী‌কে ভ্রাম‌্যমাণ আদালতের জ‌রিমানা

fec-image

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় প‌রি‌বেশ সংরক্ষণ ও ভোক্তা অ‌ধিকার আইনের বি‌ভিন্ন ধারায় ব‌্যাবসা প্রতিষ্ঠান মা‌লিক‌কে জ‌রিমানা করা হ‌য়েছে।

সোমবার (২৫ ন‌ভেম্বর) বিকা‌লে মা‌টিরাঙ্গা পৌর শহ‌রে এসব জ‌রিমানা ক‌রেন মা‌টিরাঙ্গ‌া উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌ ও নির্বাহী ম‌্যাজি‌স্ট্রেট মনজুর আল‌মের ভ্রাম‌্যমাণ আদালত।

জ‌রিমানার ম‌ধ্যে প‌রি‌বেশ সংরক্ষণ আইন (সং‌শোধন) ২০১০ এর ৬ (ক) ধারা মোতা‌বেক ৪ দোকান মা‌লিক, আলী স্টোর,‌ মেসার্স বনিক স্টোর, সিরাজ স্টোর, আল ম‌দিনা স্টোরকে ১ এক হাজার করে ও মিজান স্টোর কে ভোক্তা অ‌ধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতা‌বে ১ হাজার টাকা, ফারুক হো‌টেলকে ৫ শত টাকা এবং ৫৩ ধারা মোতা‌বেক মাহী হো‌টেল ও হাজী হো‌টেল মা‌লিককে ৩ হাজার ক‌রে জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে।

এসময় বি‌ভিন্ন দোকান প‌রিদর্শন ও নিত‌্য প্রয়োজনীয় দ্রব্যের মূল‌্য তা‌লিকা দে‌খেন, প‌লি‌থিন ব‌্যাবহা‌র না করার জন‌্য দোকা‌নি‌দের নি‌ষেধ ও কাগজের ব‌্যাগ ব‌্যবহার কর‌তে পরামর্শ দেয়া হয়।

প‌রি‌বেশ রক্ষায় ও ভোক্তা‌দের ন‌্যায‌্য অ‌ধিকার নি‌শ্চিত কর‌তে আগামী‌তেও এ ধর‌ণের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানান ‌নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যাজি‌স্ট্রেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন