মাটিরাঙ্গার প্রথম নারী সদস্য মনজিলা সুলতানা, খাগড়াছড়ি জেলা পরিষদে নবনিযুক্ত

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কৃতী সন্তান অ্যাডভোকেট মনজিলা সুলতানা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশোধিত আইন ১৯৯৭ ও ২০১৪ অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এই পরিষদে প্রথমবারের মতো নারী চেয়ারম্যান হয়েছেন জিরুনা ত্রিপুরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, মাহবুবুল আলম, শেফালিকা ত্রিপুরা, নিটোল মনি চাকমা, ধনেশ্বর ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা (মাটিরাঙ্গা), মোঃ শহিদুল ইসলাম (সুমন), জয়া ত্রিপুরা, কংজপু মারমা (মহালছড়ি), কুমার সুইচিংপ্রু সাইন (মানিকছড়ি), সাথোয়াই প্রু চৌধুরী, এবং প্রফেসর আবদুল লতিফ (পানছড়ি)।

এডভোকেট মনজিলা সুলতানা মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মতিনের কন্যা এবং পাঁচ বোনের মধ্যে তৃতীয় সন্তান। মনজিলা ২০০৮ সালে মাটিরাঙা পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং ২০১০ সালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রী অর্জন করেন।

২০১৮ সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে প্রথম নারী হিসেবে হাইকোর্টে আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন। ২০২০ সালে তিনি ‘Know Your Rights – অধিকার জানো’ নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা বিনামূল্যে প্রাথমিক আইনি সহায়তা প্রদান করে।

মনজিলা শিক্ষাজীবনে বিভিন্ন সামাজিক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন, যেমন ভ্যাট বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন। গেল জুলাই মাসে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে আহত ও শহীদ ছাত্রদের পরিবারকে আইনগত সহায়তা প্রদান করেন।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে মনজিলা বলেন, তিনি পার্বত্য চট্টগ্রামের অবহেলিত মানুষের জন্য কাজ করতে চান। তিনি বলেন, “পাহাড়ের চলমান পরিস্থিতি ও বৈষম্য দূর করতে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করব।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন