parbattanews

মাটিরাঙ্গার সাত ইউনিয়নে ভোটগ্রহণ ১১ নভেম্বর

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাত ইউনিয়নে দীর্ঘ প্রতিক্ষিত ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ অক্টোবর।

এছাড়াও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ও ২৫ অক্টোবর। তফসীল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।

এদিকে মাটিরাঙ্গার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পরে নড়েচড়ে বসেছে সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে উপজেলাজুড়ে। অন্যদিকে দীর্ঘ প্রতিক্ষিত নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে মুখিয়ে আছে সাধারণ ভোটাররা।

Exit mobile version