parbattanews

মাটিরাঙ্গার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সহযোগিতা চাইলেন লে. কর্নেল রাইসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপুর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, জি বলেছেন, শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে।মাটিরাঙ্গার সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।

বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের নবাগত জোন কমান্ডারকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি, জি বলেন, মাটিরাঙ্গার মানুষ বরাবরই আন্তরিকপুর্ণ। অতীতে যারা চাকুরীরর সুবাধে মাটিরাঙ্গা এসেছেন মাটিরাঙ্গার মানুষের আন্তরিক আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন। মাটিরাঙ্গার সাথে তাদের হৃদয়ের সম্পর্ক তৈরী হয়েছে। মাটিরাঙ্গা জোনের নবাগত জোন কমান্ডার লে. কর্ণেল রাইসুল ইসলাম পিএসসি, দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, অপারেশন উত্তোরণের আওতায় পাহাড়ে কাজ করছে সেনাবাহিনী। মাটিরাঙ্গাকে শান্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পরিনত করতে সম্ভব সবকিছু করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো: মাজহারুল ইসলাম ভূঁইয়া, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটন, কাউন্সিলর আব্দুল খালেক, কাউন্সিলর মোহাম্মদ আলী, সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা ছাড়াও জোনের দায়িত্বপুর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version