মাটিরাঙ্গায় অপহরণের ২৪ ঘন্টা পরও উদ্ধার হয়নি অপহৃতরা : মুক্তিপণ দাবী করেছে সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :
অপহরণের ২৪ ঘন্টা পরও উদ্ধার হয়নি খাগড়াছড়ি’র মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থেকে চাঁদার দাবীতে অপহৃত ব্যবসায়ীসহ দুই জন। অপহৃতদের উদ্ধারে সেনাবাজিনী ও পুলিশের ব্যাপক তৎপরতা অব্যাহত থাকলেও এখনো তারা উদ্ধার না হওয়ায় তাদের ফিরে আসা না আসা নিয়ে শঙ্কিত অপহৃতদের পরিবারের সদস্যরা। এদিকে অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবী করা হয়েছে বলে অপহৃতদের পারিবারিক সুত্রে জানা গেছে। জানা গেছে, তাদের মুক্তির বিনিময়ে লক্ষাধিক টাকা দাবী করা হয়েছে অপহরণকারীদের পক্ষ থেকে। অপহৃত চাঁদের গাড়ীর চালক লোকমান হোসেন‘র ব্যাক্তিগত মোবাইল ফোন থেকেই সন্ত্রাসীরা মুক্তিপণের টাকা দাবী করেছে বলে সংশ্লিষ্ট একটি সুত্র নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর মাটিরাঙ্গা উপজেলাধীন গুইমারা থানা এলাকার বুদুংপাড়া এলাকা থেকে ফটিকছড়ির কাঠ ব্যাবসায়ী মোহাম্মদ আলী ও গাড়ির চালক মো: আব্বাস আলীকে অপহরণ করে পাহাড়ী সন্ত্রাসীরা। অপহরণের পর পরই অপহৃতদের উদ্ধারে নামে পুলিশ ও সেনাবাহিনী। উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়ির কাঠ ব্যাবসায়ী মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ী একটি চাঁদের গাড়ী (চট্ট মেট্রো ন-১৯৭০) নিয়ে বুদুংপাড়া এলাকায় লাকরী কিনতে আসলে পাহাড়ী সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। তবে কারা তাদের অপহরণ করছে তা নিশ্চিত করে কেউ বলতে পারলেও অপহরণের সাথে স্থানীয় অনিবন্ধিত আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে ধারনা করা হচ্ছে। এদিকে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ইউসুফ মিয়া উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে বলেন, মুক্তিপণ দাবীর বিষয়টি তার জানা নেই।