মাটিরাঙ্গায় অসহায় শিক্ষার্থী ও বিভিন্ন গির্জায় বিজিবির আর্থিক অনুদান প্রদান

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া জোনের আওতাধীন এলাকার দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন গির্জায় নগদ আর্থিক অনুদান প্রদান করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে যামিনীপাড়া জোন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিম এ অনুদান প্রদান করেন।
জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁনের উপস্থিততে জোন সদরের সম্মুখে জোনের আওতাধীন এলাকার হেডম্যানপাড়া, লাইফুকারবারীপাড়া, বড়পাড়া এবং তৈলাফাংপাড়ার দুঃস্থ ও অসহায় শিক্ষার্থী এবং ৪টি গির্জায় সর্বমোট ৩৪ হাজার টাকা নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
ঘটনাপ্রবাহ: অনুদান, গির্জা, বিজিবি
Facebook Comment