parbattanews

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন

মাটিরাঙ্গা প্রতিনিধি:

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো-নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. ওমর ফারুক, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমা শীল ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে বলেন, অজ্ঞতার কারণে আমাদের সমাজে অনেক নারী যৌতুকের বলি হচ্ছে।

যৌতুকের বিরুদ্ধে সকলকে স্বোচ্ছার হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। নারী শিক্ষার প্রসারে সরকারি সুযোগ গ্রহণের মাধ্যমে নারীদের সমাজের নিজের জায়গা করে নেয়ার আহবান জানান।

Exit mobile version