parbattanews

মাটিরাঙ্গায় ইয়াবা সম্রাট খোকন আটক

নিজস্ব প্রদিবেদক, মাটিরাঙ্গা:

পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবা সম্রাট মো. তৌহিদুল ইসলাম খোকনসহ দুইজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. মেরাজুল ইসলামের নেতৃত্বে মাটিরাঙ্গার বড়নালের মাস্টার পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মাটিরাঙ্গার বড়নালের মাস্টারপাড়ার তোফাজ্জাল হোসেনের ছেলে ইয়াবা সম্রাট মো. তৌহিদুল ইসলাম খোকন (৩৫) ও তাইন্দংয়ের বাজারটিলা গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে মো. মাজহারুল ইসলাম আরিফ (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন জানান, ইয়াবা সম্রাট মো. তৌহিদুল ইসলাম খোকন দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে মাটিরাঙ্গাসহ আশেপাশের  উপজেলায় ইয়াবা ব্যবসা করে আসছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ইয়াবা বিক্রি কালে তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিপুর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাটিরাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় মো. তৌহিদুল ইসলাম খোকনসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) টেবিল ৯(খ) ধারামতে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version