মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে জশনে জুলুস শোভাযাত্রা

fec-image

বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আহলে সুন্নাত ওয়াল জামাত মাটিরাঙ্গা উপজেলা ও পৌর কমিটি যৌথভাবে এ জশনে জুলুসের আয়োজন করে।

বুধবার (২০ অক্টোবর) বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্র শুরু হয়ে মাটিরাঙ্গার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙা পৌরসভা চত্বর হয়ে শোভাযাত্রাটি মাটিরাঙা উপজেলা পরিষদে এসে শেষ হয়।

জশনে জুলুসকে সামনে রেখে সকাল থেকেই মাটিরাঙ্গার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলসহকারে নানা রঙ-বেরঙের ব্যানার-ফ্যাস্টুন নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলমান হাজির হন মাটিরাঙ্গা উপজেলার প্রাণ কেন্দ্রে।

বর্ণাঢ্য র‍্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জামেয়া আহামদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী এয়ার আহাম্মেদ জামসেদ’র সঞ্চালনায়,আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আবু বক্কর ছিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য ররাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাধারন সম্পাদক মো.আনিচ্ছুজ্জামান ডালিম।

মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, একমাত্র তাঁর আদর্শ অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই ইহকালীন ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব।

বাংলাদেশ গাউসিয়া কমিটি মাটিরাংগা উপজেলা শাখার সদস্য মাও: আবু হানিফ নোমানী, মধ্য মুসলিম পাড়া মসজিদের ইমাম মাও: ইউসুফ আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসেন, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মাও: নজির আহাম্মেদ ছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

জশনে জুলুস সোভাযাত্রা ও আলোচনা সভা শেষে বাংলাদেশের মুসলমানসহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন