parbattanews

মাটিরাঙ্গায় কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মাটিরাঙ্গা সেনা জোন পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে সনদ বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি বলেন, এ প্রশিক্ষণ পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করবে। এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেকে আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রশিক্ষণার্থীদের আহবান জানিয়ে তিনি বলেন, তোমরা আত্মকর্মী হলেই তোমাদের পরিবারে আসবে আর্থিক স্বচ্ছলতা, ঘুচবে অভাব।

পরে গুইমরা রিজিয়নেন নির্দেশনায় মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল নওরোজ নিকোশিয়ার পিএসসি-জি।

Exit mobile version