parbattanews

মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশনের চালসহ ব্যবসায়ী আটক

উদ্ধারকৃত চাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের ২০ বস্তা সরকারি রেশনের চাল জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মো. সফিকুল ইসলাম (৬৩) নামে মাটিরাঙ্গা বাজারের এক চাল ব্যবসায়ীকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলীর ছোট ভাই মো. ওসমান গনি গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২০ বস্তা চাল মো. সফিকুল ইসলামের দোকানে মজুদ করেন। এমন গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ মে) বিকেলে সেনাবাহিনী ও পুলিশ মাটিরাঙ্গা বাজারে মো. সফিকুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের ২০ বস্তা রেশনের চাল উদ্ধার করে। এ ঘটনায় মো. সফিকুল ইসলামকে আটক করে।
এদিকে গুচ্ছগ্রামের সরকারি রেশন সামগ্রী অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার অপরাধে চাউল সরবরাহকারী মো. ওসমান গনি ও চাল ব্যবসায়ী মো. সফিকুল ইসলামের বিরুদ্ধে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দন সুমন বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন ভুঁইয়া বলেন, এ ঘটনায় আটক মো. সফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী ওসমান গনিকে আটকের চেষ্টা চলছে।

Exit mobile version