parbattanews

মাটিরাঙ্গায় ছাত্রলীগের জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ-সমাবেশ

29.03.2017_Matiranga BSL News Pic (1)

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সিলেটসহ সারাদেশে জঙ্গী হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ। বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সুবাস চাকমা।

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. শওকত আকবর, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মো. মোশাররফ হোসেন ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে জঙ্গীবাদের মুলোৎপাটনে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে জঙ্গীবাদের ঠাঁই হবেনা। তারা বলেন শুধুমাত্র জঙ্গীবাদের মুলোৎপাটন নয়, জঙ্গীবাদের মদদ দাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বলেন, জঙ্গীবাদের কারণে দেশের সূচিত উন্নয়ন থমকে দাঁড়াবে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে সিলেটে জঙ্গী হামলায় নিহত ছাত্রলীগ নেতা অপু এবং ফাহিমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে মাটিরাঙ্গার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version