মাটিরাঙ্গায় জেল হত্যা দিবস পালিত

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জেলা হত্যা দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
শুক্রবার (৩ নভেম্বর) সকালের দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্ব অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহান, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসনের উত্থানের পাশাপাশি নতুন প্রজন্মের চেতনা থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলাই ছিল ঘাতকচক্রের উদ্দেশ্য। কিন্তু ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ চির অম্লান থাকবে।
এসময় নেতাকর্মীরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ।