মাটিরাঙ্গায় দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শেষ হয়েছে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলা। মানসম্মত শিক্ষা প্রধানমন্ত্রীর দীক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরজয় ত্রিপুরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এরশাদ আলী, খাগড়াছড়ি জেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ ও মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক শিক্ষাকে বানিজ্যিকীকরণ না করার আহ্বান জানিয়ে বলেন, মেধাবীরা শিক্ষকতা পেশায় যোগ দিচ্ছে। এখনকার দীর্ঘ দিনের শিক্ষক সঙ্কটের নিরসন হয়েছে। মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার মাধ্যমে আমাদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। কারণ মেধাবীরাই পারে আমাদের আর্থসামাজিক অবস্থা পাল্টে দিতে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ক্লাস্টারভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মেলায় বিভিন্ন শিক্ষা উপকরণের স্টল দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুলসংখ্যক দর্শনার্থী দিনব্যাপী এ মেলা উপভোগ করেন।

এর আগে সকালের দিকে দিনব্যাপী শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এসময় তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, সমাবেশ চাকমা ও মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন