parbattanews

মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

আইন অমান্য করে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া এলাকায় থ্রি আর ব্রিক ফিল্ড ও ত্রিফল থ্রি ইাঁভাটায় পৃথকভাবে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজ ফারজানা আক্তার ববি।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।

Exit mobile version