parbattanews

মাটিরাঙ্গায় পৌর যুবলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা

27.05

সিনিয়র রিপোর্টার :

অর্থ-আত্বসাৎসহ নানা অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৌর যুবলীগ‘র সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন‘র বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতৃবৃন্দসহ পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক বরাবরে প্রদত্ত অনাস্থা ২৬ মে (বৃহস্পতিবার) তারা গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন মাটিরাঙ্গায় পৌর যুবলীগ‘র সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো: শহীদুল ইসলাম সোহাগ।

সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দসহ অর্ধ-শতাধিক নেতার স্বাক্ষরিত অনাস্থায় তাদের বিরুদ্ধে সংগঠনের অর্থ-আত্বসাৎ ছাড়াও দলীয় নেতা-কর্মীদের হুমকি প্রদানসহ দলীয় পদ থেকে অপসারনের হুমকি প্রদান, সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ আনা হয়। চাঁদাবাজি করতে গিয়ে মাটিরাঙ্গা থানায় আটক হয়ে পরে মুচলেকা দিয়ে মুক্তির কথাও উল্লেখ করা হয়।

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাদের বিরুদ্ধে অনাস্থ আনা প্রস্তাব আনা হয়েছে দাবী করে মাটিরাঙ্গার পৌর যুবলীগের সভাপতি মো: মোশারফ হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই বিত্তিহীন।

Exit mobile version