মাটিরাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা মিলনায়তনে এ চেক বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চেক বিতরনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার কৃতি বিজয় চাকমা ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার কৃতি বিজয় চাকমা জানান, প্রাথমিক স্তরে ১০৬ জন, মাধ্যমিক স্তরে ৪০ জন, উচ্চমাধ্যমিক স্তরে ৬ জন ও উচ্চতর স্তরে অধ্যায়নরত ১ জন প্রতিবন্ধীসহ ১শ ৫৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির ৩ লাখ ৫৪ হাজার ৬শ টাকার চেক তুলে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী, মাটিরাঙ্গায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন