মাটিরাঙ্গায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

fec-image

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি. সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করে পোনা মাছ অবমুক্ত করণ কর্মসুচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার আবুল খায়ের মো. মোখলেছুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণজয় ত্রিপুরা ও মৎস্যচাষী মো. ওয়ালী উল্যাহসহ
প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের মৎস্য জীবিগণ উপস্থিত ছিলেন।

মৎস্যখাতে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অনেক পুকুর, লেক বা জলাশয়
রয়েছে। যেখানে যথাযথ নিয়ম মেনে মাছ চাষ করলে মাটিরাঙ্গায় মাছের চাহিদা পুরণসহ মৎস্য চাষীরা আর্থিক সচ্ছলতা অর্জন করবে। সরকার ব্যাক্তি পর্যায়ে মৎস্যচাষকে এগিয়ে নিতে নানামুখী সহায়তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান জানান, ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের পুকুরসহ মাটিরাঙ্গার ৩০.৩৮ হেক্টর আয়তনের ৫৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন