মাটিরাঙ্গায় ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেজর মুরাদ
খাগড়াছড়ির মাটিরাঙ্গার ৮নং ওয়ার্ডের ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিল মো. তফিকুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
৮নং ওয়ার্ড কাউন্সিল মো. তফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এবং মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় ফুটপাতটি মাটিরাঙ্গা জোনের আর পি গেইট থেকে শুরু হয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. তফিকুল ইসলামের বাড়ি পর্যান্ত ফুটপাতে নির্বিঘ্নে চলাচলের জন্য এই কাজের উদ্বোধন করা হয়।
অত্র এলাকায় বৃষ্টি হলেই মানুষের চলাচল দূরহ হয়ে পড়ে। এলাকাটি জনবহুল এবং অত্র এলাকায় উৎপাদিত কৃষি পণ্যসহ স্কুল কলেজ ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের জন্য জনগুরুত্বপূর্ণ বিধায় মাটিরাঙ্গা জোন এ মহতি উদ্যোগ নেয়।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন বলেন, জনস্বার্থে মাটিরাঙ্গা জোন সব সময় সকলের পাশে থাকবে।