parbattanews

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহতদের পরিবারের পাশে প্রশাসন

বজ্রপাতে নিহতের পরিবারকে খাগড়াছড়ির জেলা প্রশাসকে পক্ষে আর্থিক সহায়তা প্রদান করছে

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত মা ও ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। বজ্রপাতে নিহতের ১২ ঘন্টা না পেরুতেই খাগড়াছড়ির জেলা প্রশাসকে পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রবিবার (১৯ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো. আব্দুল খালেকের হাতে অনুদানের ৪০ হাজার টাকা প্রদান করেন।

পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ কবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রবিবার (১৯ মে) ভোরের দিকে আকস্মিক বজ্রপাতে আয়েশা খাতুন ও আব্দুল মমিন নামে মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন আহত হয়।

Exit mobile version