মাটিরাঙ্গায় বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

fec-image

প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে নদীগর্বে হারিয়ে যাচ্ছে বসত বাড়িসহ ফসলী জমি।

এ পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) বিকেলের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি উত্তরপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্ল্যাহ।

অভিযানকালে গোমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্ল্যাহ।

এ সময় বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০এর ৪ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫(১)ধারায় মো. আশরাফ উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ বলেন, জেরা প্রশাসক মহোদয়ের নির্দেশে অবৈধ উপায়ে বালু উত্তোলন বা পাহাড় কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন