মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)`র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর ) বিকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভা বাদশা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশ যৌক্তিক আন্দোলনে বাধা দিলে অতীতের ন্যায় আর সহ্য করা হবে না। ইভিএমে ভোটের নামে প্রহসনের নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না। অচিরেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
পক্ষান্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রতিবাদে পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ ফরাজি এর নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলা, পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালনে করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু করে বিএনপির কার্যালয় অতিক্রম করে মাটিরাঙ্গা পৌরসভা পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে পুনরায় আওয়ামী লীগে দলীয় কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। এ সময় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।