মাটিরাঙ্গায় বিজিবি কর্তৃক পিসিপি ও যুব ফোরামের দুই সদস্য গ্রেফতার, ডিওয়াইএফ’র নিন্দা
ডেস্ক নিউজ: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের তাইপা এলাকা থেকে শনিবার দুপুর ১টার সময় পলাশপুর জোনের বিজিবি সদস্যরা গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুশান্ত ত্রিপুরা(২৫) ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সদস্য অমল ত্রিপুরা(১৮)।
সুশান্ত ত্রিপুরা বাল্যাছড়ির আদবাড়ি গ্রামের কুসুম ত্রিপুরার ছেলে এবং অমল ত্রিপুরা একই গ্রামের রাজেন্দ্র্র ত্রিপুরার ছেলে।
এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, শনিবার সকালে যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের একটি টিম গোমতি ও তবলছড়ি এলাকায় সাংগঠনিক কাজে যায়।
আগামী ১০ জুন গোমতি বাজারে আহুত সমাবেশ সফল করার জন্য তারা এলাকার জনগণের সাথে মিটিং করেন। মিটিং শেষে ফেরার পথে তাইপা এলাকা থেকে পলাশপুর জোনের বিজিবি সদস্যরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এখনো পর্যন্ত তাদের ছেড়ে দেয়া হয়নি।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও বিনা কারণে গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।