মাটিরাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সোমবার (৬ মার্চ ) মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে গোমতি খালের উপর পিসি গার্ডার ব্রিজ, সফিটিলা ব্রিজ, বেলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যাল, বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন, সদর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের মুর‍্যালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে জানিয়ে শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় (৪০ বিজিবি) পলাশপুর জোনের জোন কমান্ডার লে. কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়াসহ বি‌ভিন্ন শ্রেণিপেশার মানুষ উপ‌স্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্নয়ন, প্রকল্প, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন