parbattanews

মাটিরাঙ্গায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদার করণে শুরু হয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা। রোববার (৩ জুন) এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাঁচ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উৎপল চন্দ্র দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, সরকার দারিদ্র দূরীকরণে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ক্ষুদ্র ঋণ বাস্তবায়ন করছে। ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়ন ঘটাতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নিজে জেনে অন্যদেরও জানাতে হবে।

সুদমুক্ত ক্ষদ্র্রঋণ কার্যক্রম বাস্তবায়নে নিজস্ব জনবল, গ্রাম কমিটি, কর্মদলের সদস্য এবং সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ৭জুন পর্যন্ত এমনটাই জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উৎপল চন্দ্র দাশ।

Exit mobile version