parbattanews

মাটিরাঙ্গায় সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

03.02.2016_Matira Selai NEWS Pic.

সিনিয়র রিপোর্টার:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইসলামিক মিশনের ব্যাবস্থাপনায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে তবলছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু।

তবলছড়ি ইসলামিক মিশন এর প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মাসদ এর পরিচালনায় ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ডা. মো: জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের লব্ধ জ্ঞান কাজে লাগানোর পরামর্শ দিয়ে বক্তারা বলেন, সনদ নিয়ে বাড়িতে ফিরে গেলেই হবেনা। এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তবেই এ প্রশিক্ষণের স্বার্থকতা আসবে। মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে দীর্ঘ মেয়াদী সেলাই প্রশিক্ষণ আয়োজনে ইসলামিক মিশনকে সাধুবাদ জানিয়ে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানান।

পরে দীর্ঘ তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশ নিয়ে সফলভাবে সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করায় তিনজন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Exit mobile version