মাটিরাঙ্গায় স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতা সোপানে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মাটিররাঙ্গার সর্বস্তরের জনগণ।
রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মাটিরাঙ্গা থানায় ৩১ বার তপোধ্বনীর পর উপজেলা স্বাধীনতা সোপানে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী (ভারপ্রাপ্ত) ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
পরে একে একে সহকারী পুলিশ সুপার আবু জাফর মো. সালেহ মাটিরাঙ্গা সার্কেল, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা পৌরসভা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ, বিএনপি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বহী কর্মকর্তা নুসরাত ফাতেমা চৌধুরী,উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাস ও মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া। পুলিশ, ভিডিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বয়েজ স্কাউট ও গালর্স গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশ নেন।