parbattanews

মাটিরাঙ্গায় ৫২ চাষী পেল মাছের পোনা

 

 

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মৎস্যচাষ বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নির্বাচিত জলাশয়সহ মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর। নির্বাচিত ৫২জন চাষীর মাঝে ৩শ’ ৯৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

রোববার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মাছের পোনা বিতরণ করে। এসময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান, মাটিরাঙ্গা সদর ইউনিয় পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মৎস্যচাষী মো. আলাউদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গায় মৎস্য চাষের পরিধি আরো বাড়ানোর আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, মৎস্য চাষের মাধ্যমে আমাদের শুধু আর্থিক স্বচ্ছলতাই নয়, নিজেদের জলাশয়ে উৎপাদিত মাছ খাওয়ার সুযোগ তৈরী করে। তিনি জলাশয় সৃষ্টিসহ মৎস্যচাষে সবধরণের সহযোগিতারও আশ্বাস দেন।

Exit mobile version