parbattanews

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় শহীদ বুদ্ধিজীবি দিবস

মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদরাসা হলরুমে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদার সাথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদরাসা হলরুমে মাদরাসা গভর্নিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিুকুল ইসলাম. মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এবং মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ।

সকল মতাদর্শের উর্ধ্বে উঠে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরন রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গায় ইসলামিয়া আলিম মাদরাসা গভর্নিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, এমন অনুষ্ঠান আমাদের চেতনাকে উজ্জীবিত করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে সফলতার পরিচয় দিয়েছে। এসময় শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় মাদরাসা গভর্নিং বডির সদস্য মো. আব্দুল কাদের, মো. জাহিদুল ইসলাম ছাড়াও মাদরাসার উপাধ্যক্ষ মো.হানিফুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version