parbattanews

মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের কাউন্সিল আগামীকাল

মেয়াদোত্তীর্ণ হওয়ার চার বছরেরও বেশি সময় পর আগামীকাল শনিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। কাউন্সিলকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সরব হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া রাজনীতির ময়দান। কাউন্সিলকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে সম্মেলন প্রস্তুতি কমিটি। কাউন্সিলকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে মাটিরাঙ্গা। নেতাকর্মীদের অভ্যর্থনায় নির্মাণ করা হয়েছে তোরণ।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য এমএম জাহাঙ্গীর আলম। কাউন্সিলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করবেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর পরপরই সেখানে সুসজ্জিত মঞ্চে শুরু হবে কাউন্সিলের প্রথম অধিবেশন। চলবে দুপুর দুইটা পর্যন্ত। এক ঘন্টা বিরতি দিয়ে জলপাহাড়স্থ মাটিরাঙ্গা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন। সেখানেই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আগামী দিনের কান্ডারী নির্বাচন করবেন ৭ ইউনিয়ন ও একটি পৌরসভার ৩‘শ ৩০ জন কাউন্সিলর। এমনটাই জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য এমএম জাহাঙ্গীর আলম।

এবারের কাউন্সিলে সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বি থাকলেও কাউন্সিলের চারদিন আগে (৭ অক্টোবর) মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম হুমায়ুন মোরশেদ খান-কে সমর্থন করে প্রতিদ্বন্দ্বি তা থেকে সরে দাঁড়ালে সভাপতি পদে দুই জন প্রার্থীকে ঘিরে নেতাকর্মী আর কাউন্সিলরদের তৎপরতা শুরু হয়েছে। শেষ মুহুর্তে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক এম. হুমায়ুন মোরশেদ খান এবং মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদ্য সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম কাঙ্খিত জয়ের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সুবাস চাকমার সাথে মুল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্মসম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম । এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমান উল্যাহ ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা সদুঅং মারমা ও সাইফ আল ইমরান সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

জানা গেছে, সর্বশেষ ২০১২ সালের ৬ অক্টোবর মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মো. শামছুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সুবাস চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আরো চার বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও নানা অজুহাতে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। তবে এবারের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত কারা আসছেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব সেদিকে তাকিয়ে আছে তৃনমুলের নেতাকর্মীরা।

Exit mobile version