মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান


খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে মশারি, চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) সকালে নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী। এসময় ৪১৮ জন পাহাড়ি নারী ও পুরুষ এবং ২৭৯ জন বাঙালি নারী ও পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
একই সময় কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা জোন সদরসহ জোনের অর্ন্তগত সকল ক্যাম্পসমূহের আওতাধীন প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে ৩৫০ পিস মশারি বিতরণ করা হয়।
এর আগে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। এতে গুইমারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং মাটিরাঙ্গা বয়েজ ফুটবল একাদশ রানার্স আপ
গৌরব অর্জন করে।
এসময় মাদকমুক্ত বাংলাদেশে গড়ার লক্ষ্যে সকলকে সচেতন এবং একত্রে কাজ করার আহ্বান জানিয়ে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। সঠিক আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে সুদূর ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।