মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো. জাহাঙ্গীর আলম‘র মনোনয়নপত্র দাখিল

উৎসবমুখর পরিবেশে মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রথম ব্যাক্তি হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এখনো পর্যন্ত আওয়ামী ও বিএনপি মনোনীত কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি।
মেয়র পদে নির্বাচিত হলে মাটিরাঙ্গা পৌরসভাকে সাধারণ জনগণের পৌরসভায় পরিণত করার ঘোষণা দিয়ে মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পৌরবাসীর মতামতের ভিত্তিতে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
আগামী দিনে নিজেকে জনগণের জন্য উৎসর্গ করার ঘোষণা দিয়ে মো. জাহাঙ্গীর আলম বলেন, জনগণের সমর্থন নিয়ে ১৪ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমের এ পৌরসভায় জনগণের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।
গেল ৩ জানুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মাটিরাঙ্গা পৌরসভায় মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।