মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষ ব‌হিষ্কার

fec-image

শিক্ষার্থীকে পিটা‌নোর ঘটনায় খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় “মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল”র সহকারী শিক্ষক মাকসুদুল আলমকে সাম‌য়িকভাবে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে।

স্কুল প‌রিচালনা ক‌মি‌টির সিদ্ধান্ত মোতা‌বেক মঙ্গলবার (১ অ‌ক্টোবর) স্কু‌লের প্রধান শিক্ষক স্বাক্ষরিত এক বহিষ্কার আ‌দে‌শে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়। একই তা‌রি‌খে অপর এক আ‌দে‌শে পরবর্তী ৫ কার্যদিব‌সে বি‌ধি ব‌হির্ভূত ‌শিক্ষার্থী‌কে মারধ‌রের বিষয় কারণ দর্শা‌নোর নি‌র্দেশ প্রদান করা হয়।

এ‌দি‌কে ঘটনা তদ‌ন্তে ৩ সহকা‌রী শিক্ষক মো. হাসান আলী, মো. আবু বক্কর ছি‌দ্দিক‌ ও রা‌হেলা আক্তার‌কে সদস‌্য ক‌রে তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়। তদন্ত ক‌মি‌টি আগামী ৭ কার্যদিব‌সের ম‌ধ্যে তদন্ত প্রতি‌বেদন প্রদা‌নের জন‌্য বলা হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের সহকারী শিক্ষক মাকসুদুর রহমানের প্রহারে মো: জ‌হিরুল আলম জীবন ও কা‌নিজ ফা‌তেমা বৃ‌ষ্টি না‌মে ১০ম শ্রেণীর দুই‌ শিক্ষার্থী গুরুতর আহত হ‌য়। আহত‌দের প্রথ‌মে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। রা‌তে শিক্ষার্থী কা‌নিজ ফা‌তেমা বৃ‌ষ্টির অবস্থার অবন‌তি হ‌লে উন্নত চি‌কিৎস‌্যার জন‌্য খাগড়াছ‌ড়ি সদর হাসপাতা‌লে প্রেরণ করা হয়।

স্কুলের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সাধারণ সম্পাদক আ‌নিসুল হক পা‌টোয়ারী জানান, অ‌ভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান‌কে সম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে। একই সা‌থে ৫ কার্যদিব‌সের ম‌ধ্যে তার বিরু‌দ্ধে আ‌নিত অ‌ভিযোগের স্বপ‌ক্ষে লি‌খিত জবাব দেয়ার জন‌্য বলা হ‌য়ে‌ছে। ৩ সদস‌্য বি‌শিষ্ট‌্য তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রতি‌বেদন প্রা‌প্তি সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

স্কু‌লের প্রধান শিক্ষক আবছার হো‌সেন জানান, অ‌ভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান‌কে সম‌য়িক বরখাস্ত করে ৫ কার্যদিব‌সের ম‌ধ্যে তার বিরু‌দ্ধে আ‌নিত অ‌ভিযোগের স্বপ‌ক্ষে লি‌খিত জবাব দেয়ার জন‌্য বলা হ‌য়ে‌ছে। একই সা‌থে ৩ সদস‌্য বি‌শিষ্ট‌্য তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রা হ‌য়ে‌ছে। ক‌মি‌টির প্রতি‌বেদন প্রা‌প্তি সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হ‌য়ে‌ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন