parbattanews

মাটিরাঙ্গা সেনাজোনের উদ্যোগে বিভিন্ন মানবিক সহায়তা

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে মাটিরাঙা জোন অধিনায়ক মাটিরাঙ্গা লে. কর্নেল মো. কামরুল হাসান অসহায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজকে সাইন্সল্যাবের উপকরণ, অসহায় পিতার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও এবং প্রত্যন্ত পাহাড়ি জনগণের বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য পরশুরাম ঘাট এলাকায় গভীর নলকূপ স্থাপনসহ বিশেষ মানবিক সহায়তা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়নহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। পাশাপাশি পাহাড়ের অসহায় ও দরিদ্র জনসাধরণের যেকোন সমস্যা সমাধানে আর্থিক ও মানবিক কর্মসূচির এই ক্রমধারা চলমান থাকবে।

নিউজটি ভিডিওতে দেখুন

মাটিরাঙা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

Exit mobile version