মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক ভারতীয় ঔষধ ও কসমেটিকস জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ঔষধ ও কসমেটিকস আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ঔষধ এবং কসমেটিক জব্দ করা হয়।
মাটিরাঙ্গা জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন সদর ওয়ারেন্ট অফিসার (টিএ) মো. শেখ দিদারুল আলমের নেতৃত্বে একটি সি টাইপ টহল এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ ধরনের ভারতীয় ঔষধ এবং কসমেটিকস জব্দ করা হয়। যার মধ্যে ঔষধের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা এবং কসমেটিকসের আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা ।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি চোরাচালানরোধে কাজ করছে মাটিরাঙ্গা সেনা জোন । এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।