মাটিরাঙ্গা সেনা জোনের বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি
মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় স্থানীয় জনগণের মধ্যে নগদ অর্থ এবং ইলেকট্রনিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জোন সদরে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি।
পরে জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া মোড় এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়। এতে মোট ৬২৩ জন পাহাড়ি ও বাঙালি সুবিধাভোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবাটি পরিচালনা করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী।
চিকিৎসা কার্যক্রম পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, “এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে যে সুসম্পর্ক এবং সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
চিকিৎসা সেবা এবং সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।