মাটিরাঙ্গা সেনা জোনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


কেক কাটা ও প্রীতিভোজ সহ নানা আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে মাটিরাঙ্গা জোন কমান্ডার, লে. কর্নেল মো: কামরুল হাসান, পিএসসি, আগত অতিথিদের স্বাগত জানান।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কর্তৃক পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে ইউনিটের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এতে সকলের অংশগ্রহণে ইউনিটের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে সেক্টর কমান্ডার, গুইমারা বিজিবি সেক্টর এবং রিজিয়নের জোন কমান্ডারগণ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম, সহকারী কমিশনার (ভুূমি) আল আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলামসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, মাটিরাঙ্গা ও গুইমারার বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















