মাতামুহুরী আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী, গতিশীল, সুসংগঠিত ও ত্বরান্বিত করার লক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকালে ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু’র সঞ্চালনায় আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, এমপি।
সভায় আরো বক্তব্য রাখেন ডেমুশিয়া ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফিজুর রহমান, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে ভুট্রো সিকদার, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ডেমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব মোস্তফা লিমন, কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বিএমচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
এসময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের আওতাধীন ৭ ইউনিয়নের , আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।